বাণিজ্য প্রতিমন্ত্রী
পেঁয়াজের প্রথম ট্রাক আমদানি আগামী সপ্তাহে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০২:২৯ পিএম

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আগামী সপ্তাহে ভারত থেকে পেঁয়াজের প্রথম ট্রাক আমদানির কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। তিনি বলেন, ইচ্ছা ছিলো রমজানের আগে এ পেঁয়াজ দেশে আনার। নানা কারণে হয়নি। তবে আগামী সপ্তাহে প্রথম ট্রাক বাংলাদেশে ঢুকবে। পর্যায়ক্রমে ৫০ হাজার টন পেঁয়াজ দেশে আসবে।
শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ শীর্ষক এ আলোচনা সভা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
পণ্য মূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনা যারা করেন তাদের সহযোগিতা চাই। অল্প সময় হলো এ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি। এ সময়ে মধ্যে চেষ্টা করেছি রমজানে পণ্যগুলোর দাম নিয়ন্ত্রণ করতে। তেলের দাম কমিয়েছি। ডাল, ছোলা চিনি বাজারে আছে। কিছু কৃষিপণ্য নিয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি, সাপ্লাই চেইন শক্তিশালী করতে কাজ করছি।
তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি বিপণন অধিদপ্তরকে আরো শক্তিশালী করতে কাজ করা হচ্ছে। তারা পণ্যের খুচরা ও পাইকারি মূল্য নির্ধারণ করবে।
আরো পড়ুন: গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পরিবর্তন এসেছে
ব্যবসায়ীদের উদ্দেশ্যে আহসানুল ইসলাম (টিটু) বলেন, আমরা ব্যবসায়ীদের কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। এই রমজানে অনেক ব্যবসায়ী এবং কোম্পানিরা মিল গেট প্রাইজে পণ্য বিক্রি করছে, যাতে ভোক্তারা অনেকটা স্বস্তি পাচ্ছে। আপানারা ভোক্তাদের সুযোগ দিন। কম দামে পণ্য নিশ্চিত করুন, তাহলে আপনারাও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।
এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আরো জানান, আগামীতে টিসিবির মাধ্যমে নিত্যপণ্যের বাফার গোডাউন করে ডিলারদের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিক্রি করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সভায় আরো বক্তব্য রাখেন- ক্যাবের সভাপতি গোলাম রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী প্রমুখ।
অনুষ্ঠানে গোলাম রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো শুল্ক-কর থাকার দরকার নেই। সরকারের এমন প্রয়োজনীয় পণ্য ২০-২৫ শতাংশ সরবরাহ ব্যবস্থা থাকা প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, দেশে পণ্যে আমদানি চাহিদা ও জোগান নিয়ে সঠিক তথ্য নেই। তাই বিষয়টি নিশ্চিত করার দাবি তোলেন তিনি।