জমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৬:১০ পিএম

আদালতের নির্দেশ অমান্য করে জমি অধিগ্রহণ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে রাজধানীর হাজারীবাগ থানার উত্তর সোনাটেঙ্গর ও দক্ষিণ সোনাটেঙ্গর মৌজায় হাজী সালাম সরদার রোডে সহস্রাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়।
বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন নিয়ে জমি অধিগ্রহণের প্রতিবাদে নানান ধরনের স্লোগান দেয়। রক্ত দেব, তবু জমি দেব না এমন স্লোগান উচ্চারিত হয় নারী পুরুষদের মুখে।
মানববন্ধনে অংশ নিয়ে এ এলাকার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ আবদুল মান্নান জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করে ঢাকা ওয়াসা এই এলাকায় পয়ঃশোধনাগার করার পরিকল্পনা হাতে নিয়েছে।
এতে ঘনবসতিপূর্ণ এ এলাকার দশতলা, বারোতলাসহ কয়েকশত বাড়িঘর উচ্ছেদ করতে হবে, এলাকাবাসী বাস্তচ্যুত হবে, যা হবে অমানবিক। পাশাপাশি এ এলাকায় শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল, কবরস্থান, মসজিদ, স্কুল মাদ্রাসা বিদ্যমান। এখানে পয়ঃশোধনাগার নির্মাণ হলে জনগণের অপূরণীয় ক্ষতির পাশাপাশির পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হবে।
মানববন্ধনে কমিটির সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক দিলজাহান ভূঁইয়া, আবদুল মালেকসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।