খিলক্ষেত কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৮ এএম

রাজধানীর খিলক্ষেত কাঁচাবাজারে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। এতে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার ভোরে কাঁচাবাজারটিতে আগুন লাগে বরে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ভোর ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। প্রায় সোয়া ১ ঘণ্টার চেষ্টায় ভোর ৬টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায় অগ্নিকাণ্ডের পর কাঁচাবাজারের একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ফলে আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লেগেছে। এছাড়া উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদেরকে বেগ পেতে হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে এলেও ছাই চাপা ধ্বংসস্তূপ থেকে এখেনো ধোয়া বের হচ্ছে।