গাজা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ পিএম

সম্প্রতি গাজা ইস্যুতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক আদালত (আইসিজে) যে রায় দিয়েছে তা পর্যালোচনা করতে বুধবার (৩১ জানুয়ারি) একত্রিত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো।
গত সপ্তাহে নেদারল্যান্ডসের হেগ শহরে আইসিজে ইসরায়েলকে গাজায় চলমান এ রক্তপাত বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দেয়ার দাবিও জানিয়েছে। খবর তাসের।
দক্ষিণ আফ্রিকা গত বছরের ডিসেম্বর মাসে অভিযোগ আনে- গত সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।
হামাসের শত শত বন্দুকধারী গাজা উপত্যকা থেকে গিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রায় তেরশ মানুষকে হত্যা করে এবং ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায়। এরপর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল এবং ওই অভিযানে এখন পর্যন্ত প্রায় ২৭ হাজার ফিলিস্তিনি মারা গেছে, যার বেশিরভাগই নারী ও শিশু।
আইসিজে ইতোমধ্যেই অবিলম্বে এবং কার্যকর ভাবে গাজায় জরুরী পরিষেবা এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে আদেশ দিয়েছে তবে তারা যুদ্ধবিরতির আদেশ দিতে ব্যর্থ হয়েছে।