
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৭:৪২ পিএম
আরো পড়ুন
স্কুলছাত্র হত্যায় ১১ জনের ফাঁসি

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম

জয়পুরহাট সদর উপজেলার নবম শ্রেণির এক স্কুলছাত্র (১৬) হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। হত্যাকাণ্ডের ২১ বছর পর এ রায় ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
বিষয়টি আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ গণমাধম্যকে নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১১ আসামির মধ্যে ৬ জন পলাতক। হত্যাকাণ্ডের সময় স্কুল ছাত্রের বয়স হয়েছিল ১৬ বছর। তখন সে নবম শ্রেণির ছাত্র ছিল।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

জয়পুরহাট সদর উপজেলার নবম শ্রেণির এক স্কুলছাত্র (১৬) হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। হত্যাকাণ্ডের ২১ বছর পর এ রায় ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
বিষয়টি আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ গণমাধম্যকে নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১১ আসামির মধ্যে ৬ জন পলাতক। হত্যাকাণ্ডের সময় স্কুল ছাত্রের বয়স হয়েছিল ১৬ বছর। তখন সে নবম শ্রেণির ছাত্র ছিল।