গুলিস্তানে আল আরাফাহ ইসলামি ব্যাংকে অগ্নিকাণ্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১১:৪৪ এএম

রাজধানীর গুলিস্তানের নবাবপুর রোডে আল আরাফাহ ইসলামি ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগে। রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রবিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে খবর আসে গুলিস্তান নবাবপুর রোডের একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে রাত ১২টা ৫৫ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর একে একে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ২টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপিত হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক গণমাধ্যমকে জানান, আগুনে ফলস সিলিং জ্বলে গিয়েছিল। সেখান থেকে পরে এসির লাইন ও এসিগুলো পুড়ে যায়। আগুনের উৎপত্তিস্থল শনাক্ত করার পরে আগুন নির্বাপণ করা হয় বলে জানান তিনি।