রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম

নব নিযুক্ত রেলমন্ত্রী জিল্লুল হাকিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ রবিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টা নাগাদ রেলমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রণয় ভার্মা বাংলাদেশ ও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়ন এবং দু দেশের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের রেলের উন্নয়নে ভারতের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান।
এসময় রেলমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সক্রিয় সহায়তার কথা স্বরণ করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দু দেশের সম্পর্ক উত্তোরোত্তর বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ রেলওয়েতে ভারতীয় অর্থায়নে (এলওসি) চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন প্রকল্পের বিষয়ে রেলমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আলোচনা করেন। প্রায় ৪৫ মিনিট তারা আলোচনা করেন।
এসময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ূন কবীরসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।