×

জাতীয়

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

জামিন মেলেনি আদম তমিজীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম

জামিন মেলেনি আদম তমিজীর

ছবি: সংগৃহীত

   

ফেসবুক ব্যবহার করে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ সরকার বিরোধী বিভিন্ন ধরনের অবমাননাকর, মানহানিকর, উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হকের জামিন মেলেনি।

বুধবার (১০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে, ৪ জানুয়ারি তাকে আদালতে হাজির করেছিল পুলিশ। তখন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে, তার আইনজীবী জামিন ও সুচিকিৎসা চেয়ে আবেদন করেন। সে সময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে জামিন ও চিকিৎসা বিষয়ের শুনানির জন্য ১০ জানুয়ারি দিন ধার্য করেন।

এর আগে, গত ১১ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশনের পুলিশ পরিদর্শক রেজাউল করিম আদালতে দেয়া এক প্রতিবেদনে উল্লেখ করেন, আদম তমিজী হককে ১১ ডিসেম্বর দুপুর ২ টায় বিকন পয়েন্ট রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন ভর্তি অবস্থায় গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পুলিশ পাহারায় বিকন পয়েন্ট রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন আছেন।

এর আগে, গত ১৫ নভেম্বর ঢাকা সিটি কর্পোরেশনের ৪৯ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান নাঈম বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, আদম তমিজী হক তার ফেসবুক ব্যবহার করে শৃঙ্খলা পরিপন্থী কাজ, মিথ্যা আক্রমণাত্মক তথ্য-উপাত্ত প্রচার করে এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ বর্তমান সরকার বিরোধী বিভিন্ন ধরনের অবমাননাকর, আপত্তিজনক, মানহানিকর, উস্কানিমূলক বক্তব্য প্রচার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App