রেলওয়ে ডিজি
গুরুত্বপূর্ণ সব ট্রেনে সিসি ক্যামেরা স্থাপন করা হবে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০২:২৮ পিএম

দেশের বিভিন্ন রুটে চলাচল করা গুরুত্বপূর্ণ সব ট্রেনে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ইতিমধ্যে তেজগাঁও রেলস্টেশনে নাশকতার শিকার মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য ট্রেনগুলোতেও সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
শনিবার ( ৬ জানুয়ারি) বেলা পৌঁনে দুইটার দিকে নাশকতার শিকার বেনাপোল এক্সপ্রেস ট্রেন পরিদর্শন শেষে রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান এ কথা বলেন। তিনি বলেন, সব ট্রেনে সিসি ক্যামেরা স্থাপন করা অনেক খরচের ব্যাপার। এজন্য গুরুত্বপূর্ণ ট্রেনে আগে ক্যামেরা স্থাপন করা হবে। পর্যায়ক্রমে অন্য সব ট্রেনেই সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেসে আগুন ইঞ্জিনের ত্রুটির কারণে বা অন্য কোনো ত্রুটির কারণে ঘটেনি। কোনো যাত্রী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
উল্লেখ্য, রাজধানীর গোপীবাগে শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে বেশ কয়েকজন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।