জাবির হলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৭, ১০:৫৩ এএম
হাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের কক্ষে এক শিক্ষার্থী ‘আত্মহত্যা’করেছেন। ওই ছাত্রের নাম মো. আদনান। তিনি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪১ তম ব্যাচের ছাত্র। তার বাড়ি মানিকগঞ্জে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার কিছু আগে নিজের কক্ষে আদনানকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মীর মশাররফ হলের কয়েকজন শিক্ষার্থী জানায়, রাত ১০টার দিকে এক শিক্ষার্থী বি ব্লকের ৪৫০ নম্বর কক্ষে আদনানকে ডাকতে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালা তিনি জানালা খুলে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন আদনান। তার চিৎকারে আশপাশের কক্ষের ছাত্ররা এসে দরজা ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত জানালার কাচ ভেঙে হাত ঢুকিয়ে দরজার ছিটকিনি খুলতে সক্ষম হন তারা। দ্রুত আদনানকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।