লঞ্চডুবি: আরো একজনের মরদেহ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২০, ০২:১৯ পিএম

লাশ উদ্ধার/ছবি: ভোরের কাগজ।
বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় মঙ্গলবার আরো একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। সকাল ১০টার দিকে ফের উদ্ধার কাজ শুরু করেন তারা। এ নিয়ে মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার হলো।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে ফের উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অভিযানের একপর্যায়ে দুপুর পৌনে ১টার দিকে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এর আগে, সোমবার (২৯ জুন) মুন্সিগঞ্জ কাঠপট্টি থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকায় আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে ফরাশগঞ্জ ঘাট সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় ময়ূর-২ লঞ্চ পেছনের দিকে ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। সোমবার রাত ৮টা পর্যন্ত পুরুষ, নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়।