খাগড়াছড়িতে ইউপিডিএফ'র ডাকে দ্বিতীয় দিনের অবরোধ চলছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৮, ১১:০৫ এএম

ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে হত্যা ও শনিবারের অবরোধে বাধাদানের প্রতিবাদে আজ রবিবার ইউপিডিএফ'র ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শহরের ভেতরে কিছু ব্যাটারিচালিত টমটম ও রিকশা চলাচল করতে দেখা গেছে। তবে সকালে উপজেলা পরিষদ এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় অবরোধকারীরা। পানছড়ি সড়কের ধর্মপুর এলাকায় পিকেটাররা দুইটি ব্যাটারিচালিত টমটমে আগুন দিয়েছে বলে জানা গেছে।
খাগড়াছড়ির সিনিয়র পুলিশ সুপার আলী আহমেদ খান জানান, অবরোধের কারণে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি দুপুরে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে (৩৮) গুলি করে হত্যা করে অস্ত্রধারীরা।