করোনা সামাল দিতে সরকার যেসব পরিকল্পনা নিয়েছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২০, ০৭:১৮ পিএম
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ও পরিস্থিতি সামাল দিতে কী কী পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সরকার এবং এখন পর্যন্ত কী কী করা হয়েছে সেসব জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে তিনি জানান-
- দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার নার্স নিয়োগ হয়েছে।
- স্বাস্থ্য কর্মী নিয়োগ এবং মেডিকেল টেকনোলোজিস্ট নিয়োগ করা হবে।
- দীর্ঘস্থায়ী কোভিড-১৯ চিকিৎসা পরিকল্পনা।
- কোভিড পরীক্ষা হবে সরকারি বেসরকারি উদ্যোগ।
- জেলা পর্যায়ে আরো বেশি পরীক্ষার সুবিধা বাড়ানো হবে।
- নতুন এবং সহজ কোভিড-১৯ পরীক্ষার পদ্ধতি নিয়ে আসা হবে।
- জেলা হাসপাতালে আইসিইউ সুবিধা নেয়া হবে।
- সকল সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন নেয়া হবে।
- হাসপাতালে 'হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা', অক্সিজেন কনসেন্ট্রেটর দ্রুত সরবরাহ করা হবে।
- পরীক্ষার কিট ও পিপিই সংগ্রহ করা হচ্ছে।
- সরকারি ও বেসরকারি খাত যাতে যৌথভাবে এই দায়িত্ব পালন করে সেটার ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন আবুল কালাম আজাদ।