বিমানভাড়া করে দেশ ছাড়লেন মোরশেদ খান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২০, ০৮:০৬ পিএম


এম মোরশেদ খান
করোনা প্রাদুর্ভাবের কারণে স্বাভাবিক ফ্লাইট চলাচল বন্ধ থাকার মধ্যেই ভাড়া করা বিমানে করে দেশ ছেড়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। বৃহস্পতিবার (২৮ মে) স্ত্রীকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
বিমানবন্দর সূত্রমতে, একটি চার্টার (ভাড়া করা) ফ্লাইটে ঢাকা ছেড়ে যাওয়ার সময় মোরশেদ খানের সঙ্গে তার স্ত্রী নাসরিন খানও ছিলেন। ভাড়া করা বিমানে যাত্রী হিসেবে শুধুমাত্র তারা দুজনই ছিলেন। বৃহস্পতিবার বিমানটি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়ে।
দুজন যাত্রী নিয়ে চার্টার ফ্লাইটের যুক্তরাজ্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান।