
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৭:৫২ পিএম
আরো পড়ুন
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৮, ০১:৫২ পিএম

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মিঠুন চাকমা (২৮) নিহত হয়েছেন। বুধবার দুপুরে খাগড়াছড়ির জেলা সদরে স্লুইচ গেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক হান্নান জানান, দুপুর ১২টার দিকে প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলে নিহত হন মিঠুন চাকমা। তিনি ইউপিডিএফ’র জেলা সংগঠনের দায়িত্বে ছিলেন।
তিনি জানান, এসময় মিঠুন চাকমার সহযোগিরাও পাল্টা গুলিবর্ষণ করেন। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওসি জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মিঠুন চাকমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মিঠুন চাকমা (২৮) নিহত হয়েছেন। বুধবার দুপুরে খাগড়াছড়ির জেলা সদরে স্লুইচ গেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক হান্নান জানান, দুপুর ১২টার দিকে প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলে নিহত হন মিঠুন চাকমা। তিনি ইউপিডিএফ’র জেলা সংগঠনের দায়িত্বে ছিলেন।
তিনি জানান, এসময় মিঠুন চাকমার সহযোগিরাও পাল্টা গুলিবর্ষণ করেন। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওসি জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মিঠুন চাকমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।