বিওআরআই পরিদর্শনে গেলেন সংসদীয় কমিটি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৬:০৭ পিএম

সংসদ

কক্সবাজার জেলার রামুতে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট (বিওআরআই) সরেজমিনে পরিদর্শনে গেছেন জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
মঙ্গলবার (১০ মার্চ) স্থায়ী কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হক এর নেতৃত্বে কমিটির সদস্যগণ আজ কক্সবাজার জেলার রামুতে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট (বিওআরআই) সরেজমিনে পরিদর্শন করেন। কমিটির সদস্য শফিকুল আজম খাঁন, মোজাফ্ফর হোসেন, আক্তারুজ্জামান, শিরীন আহমেদ, সেলিমা আহমাদ এবং হাবিবা রহমান খান এ পরিদর্শন টিমে ছিলেন।
কমিটি বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট (বিওআরআই) সরেজমিন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং আন্তরিকতা ও আত্মবিশ্বাসের সাথে কাজ করে সমুদ্র থেকে সম্পদ আহরনের মাধ্যমে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার লক্ষ্য গবেষকদের প্রতি কমিটির সদস্যরা আহ্বান জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট (বিওআরআই) এর মহাপরিচালক, মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।