সংঘনায়ক মহাথেরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ০৩:৫২ পিএম

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একুশে পদকপ্রাপ্ত রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ ও বৌদ্ধ ধর্মীয় গুরু সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথে বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মঙ্গলবার ( ৩ মার্চ) সকাল ৮টার দিকে তিনি ঢাকা ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের জীবদ্দশায় অতীশ দীপঙ্কর স্বর্ণ পদক (১৯৯৭), বাংলা একাডেমির ফেলো (২০০৫), মহত্মা গান্ধী শান্তি পদক (২০০৭), সমাজসেবায় একুশে পদক (২০১২) এবং শান্তি স্বর্ণ পদক, ভারত সহ দেশ-বিদেশে অনেক সম্মাননা লাভ করেন। সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র প্রয়াণে বাংলাদেশী বৌদ্ধ সমাজের অফুরান ক্ষতি সাধন হয়েছে। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। তিনি অসাম্প্রদায়িক চেতনার একজন সম্প্রীতির মানুষ ছিলেন।