প্রহসনের নির্বাচনে ভোটাধিকার হরণ করা হয়েছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৮ পিএম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ছবি: সংগৃহীত
প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার ( ৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে তিনি এই দাবি জানান।
সিটি কর্পোরেশন নির্বাচনের নামে প্রহসন, ভোটাধিকার হরণ, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সরকারের ক্ষমাহীন ব্যর্থতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন। আরো বক্তৃতা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কাস্তে মার্কার মনোনীত প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল, সিপিবি কেন্দ্রীয় সম্পাদক আহসান হাবীব লাবলু, ঢাকা কমিটির সম্পাদক জাহিদ হোসেন খান, কেন্দ্রীয় সদস্য লুনা নূর ও যুব নেতা খান আসাদুজ্জামান মাসুম।
সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এই নির্বাচনে সীমাহীন কারচুপি ও জনগণকে ভয়ভীতি প্রদর্শন প্রমাণ করে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনই অবাধ হবে না। গত একশো বছরেও নাকি এমন নির্বাচন হয়নি বলে আওয়ামী লীগের এক নেতা মন্তব্য করেছেন। তাহলে ১৯৭০ সালের নির্বাচন কি এই নির্বাচনের চেয়েও খারাপ ছিল? যে ৭০’র নির্বাচন ধরে আমরা সশস্ত্র যুদ্ধে নেমে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, সেই নির্বাচনকে গত পহেলা ফেব্রুয়ারির নির্বাচনের চেয়েও খারাপ ছিল বলে তিনি অপরাধ করেছেন।
সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোন নির্বাচনই সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণ সম্ভব নয়। সিটি নির্বাচন প্রমাণ করেছে মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।