×

জাতীয়

রংপুরে লাঙলের গণজোয়ার সৃষ্টি হয়েছে : এরশাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৭, ১১:১৯ এএম

   
রংপুরে লাঙলের গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ । সকাল নয়টা ৩৭ মিনিটের দিকে তিনি সেনপাড়ার শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করে বুথ থেকে বের হয়ে তিনি ভি চিহ্ন দেখিয়ে তিনি এ মন্তব্য করেন । রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে লাঙলের প্রার্থী লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় লাভ করবে।তিনি বলেন, ‘আমি গতকাল বলেছিলাম- আমরা লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতব। আমি আশা করি, আল্লাহ আমার সে আশা পূরণ করবেন।’ সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এটা নির্বাচন কমিশনের প্রথম টেস্ট। এর মাধ্যমে তাদের নিরপেক্ষতার প্রমাণ হবে। লোক দেখানোর জন্য হলেও তারা এটা অবাধ ও সুষ্ঠু করবে। এই নির্বাচনের দিকে সবার চোখ রয়েছে, এর প্রভাব জাতীয় নির্বাচনে অবশ্যই পড়বে।’ তিনি বলেন, ‘রংপুরে জাতীয় পার্টির প্রতি মানুষের জোয়ার তৈরি হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনেও ভালো করবে।’ এ সময় তার সঙ্গে ছিলেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের ও লাঙলের প্রার্থী সমন্বয়ক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। রাঙ্গা বলেন, ‘দলীয়ভাবে নির্বাচন হওয়ায় সবার মাঝে উৎসব বিরাজ করছে। আশা করি, শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘নির্বাচনে কোনো অনিয়মের খবর এখন পর্যন্ত আমরা পায়নি। সকাল সাড়ে নয়টা পর্যন্ত কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App