ইজতেমা ময়দানে জুমার নামাজে মুসল্লিদের ঢল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ১২:৫২ পিএম

আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে।ফজরের নামাজের পর থেকে পাকিস্তানী মাওলানা খোরশেদ আলম উর্দু ভাষায় বয়ান শুরু করেন।
বিগত বছরগুলোর চেয়ে এবারের ইজতেমায় বেশি সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করায় ময়দানের ১৬০ একর বাইরে আশপাশের সড়ক মহাসড়কে অবস্থান নিয়েছেন মুসল্লিরা।
গত রাতে অসুস্থ্যজনিত কারণে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়া সকালে মারা যান শহিদুল ইসলাম নামে আরো এক মুসল্লি। এনিয়ে এবারের ইজতেমায় চার মূসল্লীর মৃত্যু হলো।ফজরের নামাজের পর তাদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এদিকে, দুপুরে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। এ লক্ষে আশেপাশের মুসল্লিরা ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় বাইরে অবস্থানরত হাজার হাজার মুসল্লি ভোগান্তিতে পড়েছেন। ওযু, গোসলসহ দৈনন্দিন কাজে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
এব্যাপারে সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় মাঠে তাদের স্থান দিতে সমস্যা হয়েছে। এজন্য যারা বাইরে অবস্থান করছেন তাদের পানিসহ নানা সমস্যা রয়েছে। এজন্য মুসল্লিদের সুবিধার্থে ব্যক্তি মালিকানাধীন জায়গায় যেন তারা অবস্থান করতে পারে সেজন্য সবার সহযোগীতা প্রয়োজন। এছাড়া ধূলোবালিমুক্ত পরিবেশে ইজতেমা সফল করতে প্রয়োজনীয় পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছে।