×

জাতীয়

দ্বন্দ্ব নিরসনে জটিল সমীকরণে জাপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৯:৪২ এএম

দ্বন্দ্ব নিরসনে জটিল সমীকরণে জাপা

জাতীয় পার্টি।

দ্বন্দ্ব নিরসনে জটিল সমীকরণে জাপা

এরশাদ, রওশন, জিএম কাদের। ছবি: ফাইল।

   

আগের দিনের প্রেসিডিয়াম বৈঠকেই রওশন এরশাদকে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আর সম্মেলনে স্বীকৃতি পাবেন বর্তমান চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাপার নবম কেন্দ্রীয় সম্মেলনে সর্বসম্মতিতে আগের দিনের সেই সিদ্ধান্তই পাস হয়। এরপর মহাসচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গাকেই পুনর্বহাল করেন জিএম কাদের।

সংসদে বিরোধীদল জাপার সম্মেলন ঘিরে কাউন্সিলর ও ডেলিগেটদের মধ্যে একটাই লক্ষ্য ছিল, সবপক্ষকে নিয়ে পার্টির সমন্বিত যাত্রা। এজন্য সম্মেলনে ৮ বিভাগে ৮ জন অতিরিক্ত মহাসচিব ও ৫ জন কো-চেয়ারম্যানের নতুন পদ সৃষ্টির ঘোষণাও দেয়া হয়। সেই সঙ্গে গঠনতন্ত্রেও নিয়ে আসা হয় উল্লেখযোগ্য পরিবর্তন। দেশে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনসহ নতুন আঙ্গিকে ১৮ দফা কর্মসূচিও ঘোষণা করা হয়।

তবে সবকিছু স্বাভাবিক থাকলেও পার্টির শীর্ষনেতা রওশন এরশাদকে ছাড়াই অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় সম্মেলন। কাউন্সিল চলাকালে তার সঙ্গে কারো কথাও হয়নি। তিনি নতুন কমিটিকে স্বাগতও জানাননি। শুধু তাই নয়, কাউন্সিলে অনুপস্থিত ছিলেন রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহী সাদ এরশাদও।

নেতারা বলছেন, শারীরিক অসুস্থতার কারণেই পার্টির শীর্ষনেতা ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ আসতে পারেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা বলছেন, বর্তমান কমিটি নিয়ে তিনি সন্তুষ্ট হতে পারেননি। অথচ রওশন এরশাদপন্থি হিসেবে পরিচিত এবং জিএম কাদেরের ঘোর বিরোধিতাকারী জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে খোশ মেজাজেই দেখা গেছে মঞ্চে। বহিষ্কৃত মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারও বসেছিলেন বর্তমান মহাসচিব মসিউর রহমানের পাশেই।

গত ১৪ জুলাই জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর থেকেই শীর্ষপদ নিয়ে আগের মতোই নাটকীয় সব ঘটনার জন্ম হতে থাকে। প্রতিষ্ঠাতার মৃত্যুর পরই জাতীয় সংসদে প্রধান বিরোধীদলের নেতা হতে ভাবি-দেবর দুজনই স্পিকারকে চিঠি দেন। আর এ নিয়ে ভাবি-দেবরের দ্বন্দ্ব চলে আসে প্রকাশ্যে। রওশনপন্থি ও কাদেরপন্থি নেতাদের টানাহেঁচড়ার কারণে দুই মেরুতে চলে যান শীর্ষ দুই নেতা রওশন-কাদের।

এরপর বড় ভাই এরশাদের ক্ষমতাবলে জিএম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণ চেয়ারম্যানের পদে বসলে ক্ষুব্ধ হয়ে ওঠেন রওশন। তার অনুসারীরা তখন রওশনকে পার্টির চেয়ারম্যান ঘোষণা দিয়ে জি এম কাদেরকে অবৈধ হিসেবে প্রত্যাখ্যান করেন। তবে একপর্যায়ে দুপক্ষের নেতারা সমাঝোতা বৈঠকে বসে প্রাণপণ চেষ্টায় পার্টির ভাঙন ঠেকান।

এরপর নানা নাটকীয়তার মধ্য দিয়ে নবম জাতীয় কাউন্সিল ঘিরে দেবর-ভাবির দ্বন্দ্ব নিরসনে সমন্বিত উদ্যোগ নেয়া হয়। যার ফলে প্রেসিডিয়াম বৈঠকে নতুন পদ সৃষ্টি করে দুপক্ষের নেতাদের সমন্বয়ের ভিত্তিতে পার্টি পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে সবকিছু ঠিকঠাক থাকলেও কাউন্সিলে রওশন এরশাদের অনুপস্থিতি নতুন করে প্রশ্নের সৃষ্টি করছে।

কয়েকজন কাউন্সিলর ও ডেলিগেট নাম প্রকাশ না করার শর্তে ভোরের কাগজকে বলেন, রওশন এরশাদের অনুপস্থিতির পেছনে কারণ রয়েছে। তিনি নতুন কমিটিকে স্বাগতও জানাননি। তারা আরো বলেন, কাউন্সিলে জিএম কাদেরের অনুসারীদেরই বেশি দাপট ছিল। তার প্রমাণ দেখা গেছে মূল মঞ্চ বা সম্মেলনের ব্যানারগুলোতে। সেখানে এরশাদের সঙ্গে শুধুই তার ছোটভাই জিএম কাদেরের ছবি। রওশন এরশাদের কোনো ছবিই ঠাঁই পায়নি।

তবে এসব জটিল সমীকরণের মধ্যেই আগামী দুএকদিনের মধ্যেই ৮ বিভাগে ৮ জন অতিরিক্ত মহাসচিব আর ৫ জন কো-চেয়ারম্যানের নাম ঘোষণা করা হচ্ছে। কো-চেয়ারম্যানের তালিকায় থাকতে পারেন রওশনপন্থি হিসেবে পরিচিত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদ।

জানতে চাইলে প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী ভোরের কাগজকে বলেন, দুই একদিনের মধ্যেই নতুন সৃষ্ট অতিরিক্ত মহাসচিব ও কো-চেয়ারম্যান পদের নাম ঘোষণা করা হবে। সবপক্ষকে নিয়েই নতুন কমিটি সব দ্বন্দ্বের অবসান ঘটাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App