
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৭:৩৯ পিএম
আরো পড়ুন
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৭, ১১:২১ এএম
সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে উম্মে হেনা (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত উম্মে হেনা ওই গ্রামের আবু শামার মেয়ে।
সাহেবনগর গ্রামের স্কুল শিক্ষক আব্দুল হাদী জানান, সকালে উম্মে হেনা আরবি পড়তে শিক্ষকের কাছে যাচ্ছিল। পথে সাহেবনগর বাকীর মোড়ে এলে মাটি ভর্তি একটি লাটাহাম্বা (শ্যালো ইঞ্জিন চালিত এক ধরনের স্থানীয় যানবাহন) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে উম্মে হেনা (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত উম্মে হেনা ওই গ্রামের আবু শামার মেয়ে।
সাহেবনগর গ্রামের স্কুল শিক্ষক আব্দুল হাদী জানান, সকালে উম্মে হেনা আরবি পড়তে শিক্ষকের কাছে যাচ্ছিল। পথে সাহেবনগর বাকীর মোড়ে এলে মাটি ভর্তি একটি লাটাহাম্বা (শ্যালো ইঞ্জিন চালিত এক ধরনের স্থানীয় যানবাহন) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।