×

জাতীয়

উলিপুর খাদ্য গুদাম কর্মকর্তার খুঁটির জোড় কোথায় !

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০৫:১৫ পিএম

উলিপুর খাদ্য গুদাম কর্মকর্তার খুঁটির জোড় কোথায় !

উলিপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুল ইসলাম।

   

এক মাস আগে বদলীর আদেশ! তিনদফা চার্জ হস্তান্তরের নির্দেশ দিয়ে চিঠি। এরপরও দায়িত্ব বুঝে নিচ্ছেন না কুড়িগ্রামের উলিপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুল ইসলাম। তাঁর বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, খাদ্য ব্যবসায়ীদের রাজনৈতিক সিন্ডিকেটের সঙ্গে অনৈতিক ব্যবসায় জড়িয়ে পড়ায় কর্তৃপক্ষের বদলির আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন ওই কর্মকর্তা।

গত ৫ নভেম্বর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আব্দুল কাদের আঞ্চলিক খাদ্য কর্মকতার্র বদলি আদেশ কার্যকর করার জন্য মনোয়ারুল ইসলামকে চিঠি দেন। এরপরও ওই অসাধু কর্মকর্তা দায়িত্ব হস্তান্তর না করলে আবারো গত ১১ নভেম্বর আঞ্চলিক খাদ্য কর্মকতার্ ১৮ নভেম্বরের মধ্যে তাঁকে সময় বেধে দিয়ে দায়িত্ব হস্তান্তরের চিঠি দেন। এদিকে, মনোয়ারুল ইসলামের স্থলে দায়িত্ব নিতে আসা আমজাদ বলেন, তিনি এক মাস থেকে দায়িত্ব নেয়ার জন্য উলিপুরে এসে বসে আছেন। বদলি হওয়া মনোয়ারুল ইসলামকে এক মাস ধরে বিভিন্ন সময় ফোন করেই যাচ্ছেন। কিন্তু তিনি ফোন রিসিভ করছেন না এবং দায়িত্বও হস্তান্তর করছেন না।

এ ব্যাপারে মনোয়ারুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গুদামে কিছু কাজ বাকি থাকায় তিনি আঞ্চলিক খাদ্য কর্মকতার্র বেধে দেয়া সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করবেন না। দায়িত্ব হস্তান্তর না করলে উর্ধ্বতন কর্মকতার্র আদেশ অমান্য করা হবে কিনা- এ প্রসঙ্গে তিনি বলেন, ভায়োলেশন হবে না।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের জানান, মনোয়ারুল ইসলামকে চিঠি দিয়ে দায়িত্ব হস্তান্তরের জন্য বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তিনি দায়িত্ব হস্তান্তর করেন নি। আঞ্চলিক খাদ্য কর্মকতার্ রায়হানুল কবীর জানান, নিদিষ্ট সময়ের মধ্যে বদলি আদেশ কার্যকর না হলে, ‘বদলী নীতিমালা ২০১৯’ অনুযায়ী তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

খাদ্য ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, গত ২০১৮ সালের মার্চ মাসে খাদ্য গুদাম কর্মকতার্ মনোয়ারুল ইসলাম উলিপুর খাদ্য গুদামে যোগদান করেন। এরপর থেকে তিনি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ না করে একটি রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে ধান সংগ্রহ করেন। মিল মালিকদের কাছ থেকে ছাঁটাইকৃত চাল না কিনে বিভিন্ন প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত চাল কাগজে কলমে ক্রয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এসব অনিয়ম ও দুর্নীতি অভিযোগ পেয়ে খাদ্য অধিদপ্তরের মহা পরিচালকের নির্দেশে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয়। ওই কমিটি তদন্ত করে প্রতিবেদন দিলে তাকে বদলির নির্দেশ দেন।

গত ১৬ অক্টোবর রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির তাকে বদলি করে কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অফিসে যোগদানের নির্দেশ দেন। এই আদেশ পাওয়ার পর তিনি ওই বদলি আদেশ ঠেকাতে ঢাকায় যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App