×

জাতীয়

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৭, ১১:৫২ এএম

   
যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রাজশাহীর গোদাগাড়ীতে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন । বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গোদাগাড়ীর মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে ঘনকুয়াশার কারণে দেখতে না পেয়ে মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের সামনে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার একতা পরিবহন ঢাকা অভিমুখে যাচ্ছিল। আর হৃদয় পরিবহন নামের অপর লোকাল বাস রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের (২৪) মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তিনি হৃদয় ট্রাভেলসের হেলপার ছিলেন। এছাড়া আহত হন আরও অন্তত ১৫ জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে হারুনুর রশিদ (৬০) আরও একজন মৃত্যু হয়। তিনি নওগাঁর সাপাহার উপজেলার টিলাদিঘি গ্রামের বাসিন্দা। তারা আরো জানান, দুর্ঘটনায় ঢাকাগামী একতা ট্রাভেলসের আংশিক ক্ষতি হয়েছে। তবে হৃদয় পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনায় ওই বাসেরই বেশি যাত্রী হতাহত হয়েছে। এ জন্য হৃদয় ট্রাভেলস বাসের চালক সাইফুল ইসলাম ও সুপারভাইজার মুকুল গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে গোদাগাড়ীর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মুকুলসহ অন্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে আরও দুই জনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসকরা। রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি  জানান, বর্তমানে দুর্ঘটনা কবলিত বাস দুইটি উদ্ধারের কাজ চলছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। অন্যদের নামপরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি হিপজুর আলম মুন্সি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App