×

জাতীয়

২৩১২ কোটি টাকা ব্যয়ে ভাষানচরে রোহিঙ্গা আবাসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ০২:৪৫ পিএম

২৩১২ কোটি টাকা ব্যয়ে ভাষানচরে রোহিঙ্গা আবাসন

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য নতুন আবাসিক এলাকার চিত্র

   
নোয়াখালীর ভাসানচরে মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুৎ হয়ে আসা রোহিঙ্গাদের পূণবাসনের জন্য ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি সম্পূর্ণ প্রস্তুত। সেখানে ১ লাখ রোহিঙ্গা নাগরিককে পূনর্বাসন করা হবে বলে জানিয়েছে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার (২৯ অক্টোবর) একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া বৈঠকে সভাপতিত্ব বৈঠকে কমিটির সদস্য মোতাহার হোসেন, নাসির উদ্দিন, মহিববুর রহমান এবং নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন। বৈঠক সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ভাসানচর নামক স্থানে এক লাখ রোহিঙ্গাদের জন্য আবাসস্থল নির্মানের কাজ শেষ। এখানে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের আবাসন এবং দ্বীপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ মোটামুটি শেষ। প্রকল্পটির জন্য জিওবি খাত থেকে বরাদ্দতকৃত ২ হাজার ৩১২ কোটি ১৫ লাখ ৩১ হাজার টাকার মধ্যে ২ হাজার ২৬৫ কোটি ৯০লাখ ৪৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে এবং ৪৬ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা কন্টিজেন্সির জন্য অব্যয়িত  রয়েছে।  প্রকল্পের  নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে এবং বৈঠকে ভাসানচর আবাসন প্রকল্পের  উপর একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। [caption id="attachment_172671" align="aligncenter" width="700"] ভাসানচরে রোহিঙ্গাদের জন্য নতুন আবাসিক এলাকার চিত্র[/caption] প্রকল্পের কাজের দায়িত্বে থাকা সেনাবাহিনীর প্রতিনিধিরা বৈঠকে জানিয়েছেন, অতিদ্রত কক্সবাজারের বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্পে বসবাসরত বোহিঙ্গাদের ভাষানচরে নেবার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রথম দিকে অনেক রোহিঙ্গা ভাষানচরে যেতে গররাজি থাকলেও এখন রোহিঙ্গা নাগরিকরা সেখানে যেতে রাজি হয়েছে বলে কমিটির আলোচনায় উঠে আসে। সেকারণে ভাষানচরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজান হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূঁইয়া, বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের লেঃ জেনারেল মোঃ সফিকুর রহমান, বাংলাদেশ নৌবাহিনী,বাংলাদেশ বিমান বাহিনী ,সশস্ত্র বাহিনী বিভাগ এবং প্রতিরক্ষা  মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের  সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App