স্থানীয়দের সঙ্গে বিহারীদের সংঘর্ষ, গুলি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯, ০২:১৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে বিহারীদের সাথে স্থানীয় কাউন্সিলরের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও মারামারি হয়েছে। শনিবার (৫ অক্টোবর) গণভবনের উল্টোপাশে মোস্তাকিম কাবাব রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে।
এ সময় বিহারীরা এবং কাউন্সিলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ইট পাটকেল ছুঁড়ে মারে। তারা রাস্তায় টায়ার-টিউব জ্বালিয়ে বিক্ষোভ করে। বেশ কয়েক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল গ্যাস নিক্ষেপ করছে। এই মুহূর্তে আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান বলেন, ৩১ কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি বিহারীদের। তারা সেই বিল না দিয়ে রাস্তায় বিক্ষোভ করছে। পুলিশের ওপর ও ইট পাটকেল মেরেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে