বেনাপোলে ২৬টি স্বর্ণের বার সহ দুইজন আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৭, ০১:০৫ পিএম
ভারতে পাচারের সময় ২৬টি (৪ কেজি ২৮০ গ্রাম) স্বর্ণের বার সহ বেনাপোল পোর্ট থানার ছোটআচঁড়া মোড় থেকে দু’জন পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল নয়টার দিকে বিল্লাল (২৫) ও ইমরান (২২) নামে দু’জন পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আটক বিল্লাল হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের রেজাউলের ছেলে। আর ইমরান হোসেন একই গ্রামের আলী হোসেনের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ছোটআঁচড়া মোড়ে চেকপোস্ট বসায় বিজিবি। এ সময় বাইসাইকেল ফেলে রেখে পাচারকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে ধরে ফেলে বিজিবি সদস্যরা।
পরে ক্যাম্পে এনে তাদের দেহ তল্লাশি করে ২৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৮৪ হাজার।
আটকদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করা হবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।