
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৫:১০ পিএম
আরো পড়ুন
জকিগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ১২:৩৯ পিএম
সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আব্দুস শহীদ ফুলু (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে।
নিহত ফুলু মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ধর্মদেহী গ্রামের নানু মিয়ার ছেলে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, শুক্রবার রাত ২টায় উপজেলার মরিচা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ তাদেরকে ঘেরাও করে। এ সময় ডাকাত সদস্যরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পুলিশের গুলিতে আব্দুস শহীদ ফুলু আহত হয়। পরে তাকে উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আব্দুস শহীদ ফুলু (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে।
নিহত ফুলু মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ধর্মদেহী গ্রামের নানু মিয়ার ছেলে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, শুক্রবার রাত ২টায় উপজেলার মরিচা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ তাদেরকে ঘেরাও করে। এ সময় ডাকাত সদস্যরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পুলিশের গুলিতে আব্দুস শহীদ ফুলু আহত হয়। পরে তাকে উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।