
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৫:০৬ পিএম
আরো পড়ুন
অগ্নিকাণ্ডে নীলফামারীতে ৭ বসতঘর পুড়ে ছাই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ১০:৫৯ এএম
ভয়াবহ অগ্নিকাণ্ডে নীলফামারীর সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলীতে দুই কৃষক পরিবারের ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সংগলশী ইউনিয়নের শিমুলতলী গ্রামের কোরানিপাড়ায় মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল রহীম নামে এক কৃষকের বাড়ির রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত ঘটে। এতে ওই কৃষক ও তার বড় ভাই আব্দুল আলিমের সাতটি বসতঘর, ঘরে থাকা আববাবপত্র, ধান, নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ বাদশা মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটানাস্থনে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই গ্রামের আরও ১৫টি পরিবারের বসতঘর রক্ষা পায়।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ভয়াবহ অগ্নিকাণ্ডে নীলফামারীর সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলীতে দুই কৃষক পরিবারের ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সংগলশী ইউনিয়নের শিমুলতলী গ্রামের কোরানিপাড়ায় মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল রহীম নামে এক কৃষকের বাড়ির রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত ঘটে। এতে ওই কৃষক ও তার বড় ভাই আব্দুল আলিমের সাতটি বসতঘর, ঘরে থাকা আববাবপত্র, ধান, নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ বাদশা মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটানাস্থনে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই গ্রামের আরও ১৫টি পরিবারের বসতঘর রক্ষা পায়।