নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ : শিশুর পা বিচ্ছিন্ন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৭, ১০:৪৯ এএম
স্থল মাইন বিস্ফোরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফরিদুল আলম (১৬) নামে এক শিশুর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ৪২ ও ৪৩ নং পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিশু ফরিদ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা ইউনিয়নের হামিদিয়া পাড়া বদিরনীর ছড়া এলাকার ঈসা খলিলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদুল আলম জানান, সন্ধ্যায় গরু খুঁজতে গেলে মাটির নিচে পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ওই শিশুর ডান পায়ের নিচের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরওয়ার কামাল জানান, ঘটনাটি জেনেছি। আহত ওই শিশুকে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।