রাজধানীর দিয়াবাড়িতে ট্রাক চালকের হাতে লেগুনা চালক খুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৭, ০৩:৪৩ পিএম
রাজধানীতে শাহ আলী থানার দিয়াবাড়ি এলাকায় ট্রাক চালকের হাতে সেলিম নামের লেগুনা চালক খুন হয়েছেন। শুক্রবার সকাল আনুমানিক ৭টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে দিয়াবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে লেগুনার ধাক্কা লাগলে লেগুনার বাম্পার ছুটে যায়। এতে দুই চালকের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ট্রাক চালক লেগুনা চালককে মারধর করলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যান।তবে তার নাম জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ট্রাক চালক লেগুনা চালক সেলিমকে কিছু দিয়ে আঘাত করেছেন। সুরতহাল তৈরির সময় এটা দেখা যাবে।