×

জাতীয়

শাহবাগে হরতালের সমর্থনে মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৭, ১০:২৬ এএম

   
রাজধানীর শাহবাগ এলাকায় বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বামপন্থি জোটের ডাকা হরতালের সমর্থনে মিছিল করেছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকাল থেকেই জোটের কিছু নেতাকর্মী শাহবাগে জাদুঘরের সামনে এসে অবস্থান নেন। সকাল ৮টার দিকে ১৫-২০ জনকে মিছিল নিয়ে শাহবাগ মোড় থেকে শেরাটন হোটেল পর্যন্ত মিছিল করতে দেখা যায়। তবে, পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দিতে দেখা যায়নি। এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই শাহবাগ এলাকাজুড়ে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ করা গেছে। রাখা হয়েছে সাঁজোয়া যানও। এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, হরতালের নামে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন আছে। মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কিছু করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, কয়েকজন হরতালের সমর্থনে মিছিল করেছে। এতে মানুষ কিংবা যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। এখনও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া, সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, আসাদগেট, শ্যামলী ও কল্যাণপুর এলাকা ঘুরে হরতালের কোনো চিত্র চোখে পড়েনি। এসব এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বাড়তি তৎপরতা চোখে পড়েনি। যান চলাচলও স্বাভাবিক দেখা গেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অর্ধবেলার হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App