
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৮:০৪ এএম
আরো পড়ুন
নীলফামারীতে নৈশ কোচের ধাক্কায় নারী নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৭, ১২:২৭ পিএম
নৈশ কোচের ধাক্কায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার চিকলী বাজারে মর্জিনা বেগম (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা পাশের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়ার নিয়ামুল হকের স্ত্রী। তিনি সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের রানু এগ্রো ফ্যাক্টরির শ্রমিক বলে জানা গেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, রাতে ভ্যানে চড়ে ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরছিলেন মর্জিনা। পথে চিকলী বাজারে ঢাকাগামী একটি নৈশ কোচ ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
নৈশ কোচের ধাক্কায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার চিকলী বাজারে মর্জিনা বেগম (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা পাশের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়ার নিয়ামুল হকের স্ত্রী। তিনি সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের রানু এগ্রো ফ্যাক্টরির শ্রমিক বলে জানা গেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, রাতে ভ্যানে চড়ে ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরছিলেন মর্জিনা। পথে চিকলী বাজারে ঢাকাগামী একটি নৈশ কোচ ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।