ভূরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল অরোহী নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৭, ১১:৫২ এএম
দ্রুতগামী ট্রাকের ধাক্কায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পলাশ (৩৫) নামে এক মোটর সাইকেল অরোহীর মৃত্যু হয়েছে।
নিহত পলাশ ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট মাদ্রাসা মোড় এলাকার বশির আহমেদের ছেলে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহাট মাদ্রাসা মোড়ের নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে ভূরুঙ্গামারী উপজেলা সদরে আসছিলেন পলাশ।
ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী বাজার এলাকায় দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো চ - ১৬-১৯৭২) পলাশের মটর সাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পন্ডিত জানান, চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে।