
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৭:৪৯ পিএম
আরো পড়ুন
পাংশায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৩ এএম
রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।
বুধবার রাত আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার মাছপাড়া ইউনিয়নের গোপালপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার নন্দিগ্রাম থানার পূর্ব বাশ বাড়িয়া গ্রামের মো. মিলন হোসেন (২২) ও জামাল হোসেন (২৫)।
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাগুরা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। পথে দুর্ঘটনায় পড়ে তারা নিহত হন। খবর পেয়ে ভোর রাতে লাশ উদ্ধার করা হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।
বুধবার রাত আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার মাছপাড়া ইউনিয়নের গোপালপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার নন্দিগ্রাম থানার পূর্ব বাশ বাড়িয়া গ্রামের মো. মিলন হোসেন (২২) ও জামাল হোসেন (২৫)।
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাগুরা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। পথে দুর্ঘটনায় পড়ে তারা নিহত হন। খবর পেয়ে ভোর রাতে লাশ উদ্ধার করা হয়েছে।