
প্রিন্ট: ০৬ মে ২০২৫, ০৫:১৭ এএম
আরো পড়ুন
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৭, ১২:২৮ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রান্ত কুমার সাহা (২৫) এক কলেজছাত্র নিহত ও বিজয় ও কায়েস নামের অপর ২ জন আহত হয়েছেন। রোববার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের বৈশাখী তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
প্রান্ত কুমার সাহা শহরের কলেজপাড়ার প্রকাশ কুমার সাহার ছেলে ও যশোর বিসিএমসি (ইঞ্জিঃ) কলেজের শেষবর্ষের ছাত্র ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরিতমুখী মোটরসাইকেল আরোহী ৩ জনকে চাপা দেয়। গুরুতর অবস্থায় কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পথে প্রান্ত কুমার সাহা মারা যান। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রান্ত কুমার সাহা (২৫) এক কলেজছাত্র নিহত ও বিজয় ও কায়েস নামের অপর ২ জন আহত হয়েছেন। রোববার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের বৈশাখী তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
প্রান্ত কুমার সাহা শহরের কলেজপাড়ার প্রকাশ কুমার সাহার ছেলে ও যশোর বিসিএমসি (ইঞ্জিঃ) কলেজের শেষবর্ষের ছাত্র ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরিতমুখী মোটরসাইকেল আরোহী ৩ জনকে চাপা দেয়। গুরুতর অবস্থায় কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পথে প্রান্ত কুমার সাহা মারা যান। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।