
প্রিন্ট: ০৬ মে ২০২৫, ১১:৩৭ এএম
আরো পড়ুন
মেহেরপুরে মাদক ব্যাবসায়ীর গোলাগুলিতে নিহত ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ১০:৩৬ এএম
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে দু'দল মাদক ব্যাবসায়ীর গোলাগুলিতে এক ব্যক্তি মারা গেছেন। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দু'পক্ষের মধ্য গোলাগুলির ঘটনা ঘটতে পারে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত দুইটার দিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশ সেখানে গিয়ে তল্লাশী চালায়। এ সময় সেখানে একটি লিচু বাগান থেকে এক অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
মেহেরপুরে মাদক ব্যাবসায়ীর গোলাগুলিতে নিহত ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ১০:৩৬ এএম
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে দু'দল মাদক ব্যাবসায়ীর গোলাগুলিতে এক ব্যক্তি মারা গেছেন। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দু'পক্ষের মধ্য গোলাগুলির ঘটনা ঘটতে পারে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত দুইটার দিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশ সেখানে গিয়ে তল্লাশী চালায়। এ সময় সেখানে একটি লিচু বাগান থেকে এক অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।