র্যাব মহাপরিচালকের সহধর্মীনীর উদ্বার করা পাখি হাইল হাওরে অবমুক্ত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮, ০৩:৪২ পিএম

র্যাব মহাপরিচালক বেনজির আহমদের সহধর্মীনী জিসান আহমদের উদ্বার করা পরিযায়ী পাখি গুলো এখন মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরের মুক্ত বাতাসে উড়ছে।
বৃহস্পতিবার দুপুরে হাইল হাওরে সিতেশ বাবুর ফিসারীর পাড়ে মিসেস বেনজির প্রেরিত সরালী, কালিম ও বকসহ বেশ কিছু পাখি অবমুক্ত করা হয়ে বলে জানান, র্যাব শ্রীমঙ্গল ক্যাম্প এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান কান্তি কর্মকার।
বিতরণ কালে উপস্থিত ছিলেন র্যাব শ্রীমঙ্গল ক্যাম্প এর অধিনায়ক মেজর শওকতুল মোনায়েম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের রেঞ্জার মোনায়েম হোসেন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, মানবাধিকারকর্মী এস কে দাশ সুমন ও সাংস্কৃতিককর্মী শিমুল তরফদার।
র্যাব শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার মেজর শওকতুল মোনায়েম জানান, মিসেস বেনজির আহমদ জনৈক ব্যাক্তির কাছ থেকে আহতবস্থায় পাখিগুলোকে উদ্বার করে বেশ কিছুদিন নিজের বাসায় পরিচর্যা করেন। পরে সুস্থ হওয়ার পর এগুলোকে অবমুক্তকরার জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে সিতেশ রঞ্জন দেব এর কাছে প্রেরণ করেন।
সিতেশ রঞ্জন দেব পুনরায় পাখিগুলোর সুস্থতা নিশ্চিত করে র্যাব ও বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার হাইল হাওরে তা অবমুক্ত করেন।
এসময় সিতেশ রঞ্জন দেব জানান, আমাদের সমাজে মিসেস বেনজিরের মতো কিছু প্রকৃতি ও প্রাণী প্রেমী আছেন বলে আজও বাংলাদেশে কিছু কিছু প্রাণী বেঁচে আছে।