হাজারীবাগে লেগুনার ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৮, ১২:২৭ পিএম

রাজধানীর হাজারীবাগে লেগুনার ধাক্কায় মোস্তাফিজ নামে এক শিশু মারা গেছে। স্থানীয়দের দাবি, হাজারীবাগের কোম্পানিঘাট এলাকায় দুটি লেগুনা পাল্লা দিয়ে চালানোর সময় একটি ফুটপাতে উঠে শিশুটিকে চাপা দেয়। প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা গাবতলী-সদরঘাট বেড়িবাঁধ সড়ক অবরোধ করে রাখে।
স্থানীয়রা জানায়, হাজারীবাগের ফাতেমা জিন্নাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলো মোস্তাফিজ। রবিবার (৪ নভেম্বর) বিকেলে স্কুল থেকে ফিরে শিশুটি দোকানে যাচ্ছিলো নাস্তা খাওয়ার জন্য। এ সময় হঠাৎ করে একটি লেগুনা ফুটপাতে উঠে শিশুটিতে চাপা দেয় বলে জানান তারা। সঙ্গে সঙ্গে শিশুটিকে আহত অবস্থায় সিকদার মেডিকেলে নিলে তারা ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। সেখানে প্রায় ৪ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর রাত ৮ টার দিকে মারা যায় মোস্তাফিজ।