
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৫:০৫ পিএম
আরো পড়ুন
আশুলিয়ায় গ্যাস পাইপলাইনের বিস্ফোরণে নিহত ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ০৪:৪৮ পিএম

সাভারের আশুলিয়ার মানিকগঞ্জপাড়ায় গ্যাসের পাইপলাইনের বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে একজন মারা গেছেন। । ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম হাসিনা বেগম (৪০)। তিনি শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন।
গতকাল শুক্রবার সকালে আশুলিয়ার মানিকগঞ্জপাড়ায় একটি বাড়ির নিচতলায় গ্যাসের পাইপের লিক থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।
অগ্নিদগ্ধরা হলেন- রিপা আক্তার, তার দেড় বছরের মেয়ে আয়শা আক্তার, আত্মীয় আরব আলী তরফদার, তার স্ত্রী হাসিনা আক্তার ও তার ছেলে। তাদেরকে গতকালই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

সাভারের আশুলিয়ার মানিকগঞ্জপাড়ায় গ্যাসের পাইপলাইনের বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে একজন মারা গেছেন। । ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম হাসিনা বেগম (৪০)। তিনি শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন।
গতকাল শুক্রবার সকালে আশুলিয়ার মানিকগঞ্জপাড়ায় একটি বাড়ির নিচতলায় গ্যাসের পাইপের লিক থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।
অগ্নিদগ্ধরা হলেন- রিপা আক্তার, তার দেড় বছরের মেয়ে আয়শা আক্তার, আত্মীয় আরব আলী তরফদার, তার স্ত্রী হাসিনা আক্তার ও তার ছেলে। তাদেরকে গতকালই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।