
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৯:৫৫ পিএম
আরো পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে জুট মিলে অগ্নিকাণ্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৮, ১০:৫৯ এএম

চাঁপাইনবাবগঞ্জে একটি জুট মিলে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ পাটজাত দ্রব্য।
বুধবার (৩১ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার আমনুরা এলাকায় এ অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, ব্যক্তি মালিকানাধীন রাবেয়া জুট মিলের পাটের গুদামে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে পুড়ে যায় বিপুল পরিমাণ পাটের সুতা, বস্তা ও মেশিনপত্র। কারখানার শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

চাঁপাইনবাবগঞ্জে একটি জুট মিলে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ পাটজাত দ্রব্য।
বুধবার (৩১ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার আমনুরা এলাকায় এ অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, ব্যক্তি মালিকানাধীন রাবেয়া জুট মিলের পাটের গুদামে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে পুড়ে যায় বিপুল পরিমাণ পাটের সুতা, বস্তা ও মেশিনপত্র। কারখানার শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস।