মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৭, ০৪:১৬ পিএম
কিশোরগঞ্জের মিঠামইনে মুক্ত জলাশয়ে মাছ ধরা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে তিন সহোদরসহ পাঁচ জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন ১৯ জন।আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামের আজিজ মিয়ার ছেলে মাসুম (৪৫), মাখন (৩৭) ও হাদিস (৩৩) এবং সুজন মিয়ার ছেলে রাজিব (৩২) ও আইয়ুব রেজার ছেলে মকবুল (৩৩)।স্থানীয়রা জানান, চারিগ্রামের একটি জলমহাল দখলকে কেন্দ্র করে সুলেমান ভুইয়া ও মাসুমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে দু’গ্রুপের লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পাঁচজন নিহতসহ ১৯ ব্যক্তি আহত হয়। আহতদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। মিঠামইন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন