পঞ্চগড়ে বিজিবির নির্যাতনে গরু ব্যবসায়ীর মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৭, ০১:৪৬ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নির্যাতনে মাজম আলী (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বড়শশী সীমান্ত এলাকায় শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই সলেমান আলী বলেন, বিজিবি সদস্যরা আমার বড় ভাইকে ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে বেদম মারপিট করেন। পরে তার মুক্তিপণ হিসেবে একটি গরু দাবি করেন। আমি তাদের গরু দিয়ে ভাইকে নিয়ে আসার পথেই সে মারা যায়।
বড়শশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, আমার সামনেই বিজিবি সদস্যরা তাকে মারপিট করেন। আমি কাছে গিয়ে ইউপি সদস্য পরিচয় দিলে তারা আমাকে চলে যেতে বলেন। আমি দেখেছি, মাজম বিজিবি সদস্যদের পা জড়িয়ে ধরেছিলেন। তবুও তারা তাকে মারপিট করেছেন।
এ ব্যাপারে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মিজানুর রহমান খান মুঠোফোনে বলেন, ভারতীয় গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দেয়। পরে তার মৃত্যু হয়েছে। তাকে বিজিবি আটক বা নির্যাতনের কোনো সুযোগ নেই।
গভীর রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় বোদা থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও তিনি জানান।