রাজধানীর উত্তরখানে এলইডি লাইটের কারখানায় অগ্নিকাণ্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ০৪:১৩ পিএম

রাজধানীর উত্তরখান এলাকায় একটি এলইডি লাইটের কারখানায় আগুন লেগেছে। সোমবার দুপুর ১টা ২৬ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের স্টেশন অফিসার এরশাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমার কাছে সংবাদ আসে দক্ষিণখানের দুবাদিয়া এলাকার মোল্লাবাড়ির একটি কারখানায় আগুন লাগে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ৪টি ইউনিট পাঠানো হয়েছে।
আগুন লাগার প্রাথমিক কারণ ও হতাহতের কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি।
উত্তরখান থানা পুলিশের ডিউটি অফিসার আলমগীর বলেন, কারখানাটি উত্তরখান ও দক্ষিণখান থানার সীমানায় অবস্থিত। এটি উত্তরখান থানার আওতাধীন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছেন।