চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন এএসআই আনোয়ার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ১২:৩১ পিএম

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় আহত পুলিশের এএসআই আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার সকাল ৬টার দিকে জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) তার মৃত্যু হয়।
নিহত আনোয়ার হোসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে (ওআর) কর্মরত ছিলেন। তিনি ঢাকার ধামরাই থানার চাওনা এলাকার আব্দুল মজিদের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রুহুল আমিন সরকার জানান, শনিবার দুপুর পৌনে ১টার দিকে পূজার ডিউটি করে মোটরসাইকেলে করে সদর দফতরে ফেরার পথে টঙ্গীর স্টেশন রোডে বাসের ধাক্কায় এএসআই আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।