মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৮, ০৩:২৫ পিএম

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ও সকালে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের আবুল মাতুব্বরের ছেলে রাজা মাতুব্বর এবং কালকিনি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পূজা দেখার জন্য মাদারীপুর সদর থেকে রাজা ও তার চাচাতো ভাই জিয়া উদ্দিনসহ তিনজন রাজৈর উপজেলার কদমবাড়ীর যাওয়ার পথে মোল্লাকান্দি নামক স্থানে পৌঁছালে ঢাকা-বরিশালগামী সুগান্ধা পরিবহনের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই রাজা নিহত হয়।
মোটরসাইকেলের পেছনে থাকা জিয়া ও মুরাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কালকিনি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল হাসান টেকেরহাট যাওয়ার পথে রাজৈর উপজেলার বড় ব্রিজ এলাকায় ঢাকা-বরিশালগামী গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।
রাজৈর থানা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর বলেন, আমরা ঘটনাস্থলে এসে কাউকে আটক করতে না পারলেও পরিবহনটিকে আটক করেছি।