কাঁচপুরে বাসের চাপায় স্কুলছাত্রী নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৮, ১১:২৭ এএম

নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসের চাপায় সাদিয়া আক্তার নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
বৃহস্পতিবার সকালে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার উপজেলার সোনাপুর এলাকার মিন্টু মিয়ার মেয়ে। সে স্থানীয় ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষ্দর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সাদিয়া আক্তার কাঁচপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় সোনারগাঁও মোগড়াপাড়া থেকে আসা একটি লোকাল বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় ঘাতক বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন তারা। পুলিশ বাসটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল সাড়ে ১০টায় ঢাকা- চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন এলাকাবাসী। এতে দুটি মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।