
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৫:২৩ পিএম
আরো পড়ুন
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৭ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেজোয়ান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার ভৈরবা বাজার তেলপাম্পের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রেজোয়ান একই উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের টালভাঙ্গা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ আলম জানান, রেজোয়ান স্থানীয় প্রাইমারি স্কুলের ছাত্র। সকালে স্কুলে যাবার সময় ঘাতক ট্রাকটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রাশেদ আলম।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেজোয়ান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার ভৈরবা বাজার তেলপাম্পের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রেজোয়ান একই উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের টালভাঙ্গা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ আলম জানান, রেজোয়ান স্থানীয় প্রাইমারি স্কুলের ছাত্র। সকালে স্কুলে যাবার সময় ঘাতক ট্রাকটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রাশেদ আলম।