রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১৪

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১০ পিএম

রাজশাহীতে নিয়মিত অভিযানে ১১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতে নেয়া হয়। এর আগে শনিবার রাতভর জেলা ও নগর পুলিশের বিভিন্ন ইউনিট তাদের গ্রেপ্তার করে। এদের মধ্যে নগরী পুলিশ ৪৮ জনকে এবং জেলা পুলিশ ৬৬ জনকে গ্রেপ্তার করে।
নগর পুলিশ জানায়, নগরীতে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার হয়। এ ছাড়া বিভিন্ন ধরনের মাদকসহ ২০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযানে বোয়ালিয়া মডেল থানা ৬ জন, রাজপাড়া থানা ৫, চন্দ্রিমা থানা ২, মতিহার থানা ৩, কাটাখালি থানা ১, বেলপুকুর থানা ২, শাহমখদুম থানা ৪, পবা থানা ৩, কাশিয়াডাঙ্গা থানা ১০, কর্ণহার থানা ৩, দামকুড়া থানা ২ এবং নগর ডিবি ৭ জনকে গ্রেফতার করে।
জেলা পুলিশের নিয়মিত অভিযানে গোদাগাড়ী থানা ১১ জন, তানোর থানা ৫, পুঠিয়া থানা ৯, বাগমারা থানা ৪, চারঘাট থানা ১৯ এবং বাঘা থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে।
আইনী প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে নেয়ার কথা জানিয়েছেন রাজশাহী নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম ও জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান