
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৪:১৪ পিএম
আরো পড়ুন
বরিশালে হাজতির মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ১০:৪৮ এএম

বরিশালে কেন্দ্রীয় কারাগারের সমিরন মৃধা (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলায় ২০১৪ সালের ১৫ জানুয়ারি থেকে হাজতি হিসেবে কারাগারে ছিলেন।
সোমবার (২৭ আগস্ট) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। সমিরন বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি এলাকার মৃত অনিল কুমার মৃধার ছেলে। যক্ষা রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের ১৯ আগস্ট সমিরন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সমিরনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

বরিশালে কেন্দ্রীয় কারাগারের সমিরন মৃধা (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলায় ২০১৪ সালের ১৫ জানুয়ারি থেকে হাজতি হিসেবে কারাগারে ছিলেন।
সোমবার (২৭ আগস্ট) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। সমিরন বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি এলাকার মৃত অনিল কুমার মৃধার ছেলে। যক্ষা রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের ১৯ আগস্ট সমিরন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সমিরনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।